ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইলিশ রক্ষা অভিযানে ৫৬ হাজার মিটার জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২২
ইলিশ রক্ষা অভিযানে ৫৬ হাজার মিটার জাল জব্দ

বাগেরহাট: বাগেরহাটে দুই দিনে ৫৬ হাজার ৩৬০ মিটার জাল জব্দ করা হয়েছে।  

ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৭ অক্টোবর) সকাল থেকে শনিবার (৮ অক্টোবর) রাত পর্যন্ত জেলার বিভিন্ন নদী ও পশুর চ্যানেলে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

 

জব্দ জালের মধ্যে বেহুন্দি, কারেন্ট জাল, চায়না দুয়ারি, চর ঘেরা, ছান্দি ও নেট জাল রয়েছে।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল বলেন, মা ইলিশ রক্ষার এ অভিযান শতভাগ সফল করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কোস্টগার্ড, নৌবাহিনী, উপজেলা-জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে। শুক্রবার ও শনিবার ঘষিয়াখালি চ্যানেল, বলেশ্বর, পশুর, পানগুছি, মধুমতি, দড়াটানা ও পশুর নদীতে অভিযান চালিয়ে ৫৬ হাজার ৩৬০ মিটার জাল জব্দ করা হয়েছে। তবে কোনো জেলে বা জালের মালিককে পাওয়া যায়নি।  

মা ইলিশ রক্ষায় শেষ দিন পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মা ইলিশ রক্ষার অংশ হিসেবে ৭ অক্টোবর প্রথম প্রহর থেকে ২৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
 
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।