বরগুনা: বরগুনায় রাখাইন সম্প্রদায়ের প্রবারণা উৎসবে রঙ বে-রঙের ফানুসে রাতের আকাশ বর্ণিল হয়ে উঠেছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা।
রোববার (৯ অক্টোবর) সকাল থেকেই দিনভর পূজা, পঞ্চশীল, অষ্টশীল, ভিক্ষুসংঘের পিণ্ডদানসহ নানা ধর্মীয় অনুষ্ঠানে মুখের ছিল বরগুনার তালতলী বৌদ্ধ মন্দিরগুলো। চলবে তিন দিনব্যাপী এ উৎসব।
আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণে শুরু হলো বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা।
এ উৎসব ঘিরে আদিবাসী পল্লীগুলোতে চলছে উৎসবের আমেজ। রাতের আকাশে ওড়ানো হয়েছে শত শত ফানুস। গাছের ডালে ফানুস ঝুলিয়ে আর মোমবাতি জ্বালিয়ে অন্য রকম সৌন্দর্য সৃষ্টি হয়েছে তালতলীর রাখাইন পল্লীতে। আর রাতের আকাশে ওড়ানো হয়েছে শত শত ফানুস। কিন্তু আষাঢ়ী পূর্ণিমাতে বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় ফানুস উড়ানোর জন্য আবহাওয়া অনুকূলে থাকে না। এ কারণে প্রবারণা বা আশ্বিনী পূর্ণিমার দিনে ফানুস ওড়ানো হয়। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রতিটি বৌদ্ধ বিহারে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণে শুরু হলো বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। এ উৎসবকে ঘিরে বিভিন্ন বৌদ্ধবিহারগুলো সাজানো হয়েছে নতুন সাজে। এ সময় বৌদ্ধবিহারগুলোতে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়। আর রাতে আকাশে ওড়ানো হয় নানা রঙের ফানুস।
বরগুনার রাখাইন সম্প্রদায়ের নেতা মি. মংখেলা বাংলানিউজকে বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এ প্রবারণা পূর্ণিমা। এদিন গৌতম বুদ্ধ ধর্ম প্রচার শুরু করেন। এ কারণে এ দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ উপজেলার ১৩টি রাখাইন পাড়ার এ উৎসব একযোগে পালন করেছে। প্রবরণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে ফানুস উড়িয়েছি। ২০১৭ সাল থেকে আমরা ফানুস উড়িয়ে আসছি।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২২
এসআরএস