ঢাকা: একুশে পদকজয়ী প্রবীণ চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
রবিবার (৯ অক্টোবর) ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এক শোকবার্তায় বলেন, চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী সৃজনশীল সুকুমার শিল্পচর্চা করেছেন এবং নিরীক্ষাধর্মী শিল্পচর্চার সঙ্গে জড়িত ছিলেন।
তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হবার নয় উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, চিত্রকলা জগতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন সমরজিৎ রায় চৌধুরী। তিনি চিত্রকলায় সৃজনশীল প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। খ্যাতিমান এই চিত্রশিল্পীর অসামান্য অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
শোকবার্তায় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম প্রয়াত সমরজিৎ রায় চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, খ্যাতিমান এ চিত্রশিল্পী ৮৫ বছর বয়সে রবিবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২২
এমএমআই/এনএইচআর