ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে সাড়ে ৫ কোটি টাকার জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
চরফ্যাশনে সাড়ে ৫ কোটি টাকার জাল জব্দ

ভোলা: ভোলার চরফ্যাশনে কয়েকটি গোডাউনে অভিযান চালিয়ে ৫ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড।  

রোববার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলা সদরের জ্যাকব এভিনিউ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জব্দকৃত জালের মধ্যে ৫ লাখ মিটার চরঘেরা জাল, এক লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৩ লাখ মিটার পাইজাল এবং ৮ টি বেহুন্দি জাল রয়েছে।

এ সময় অবৈধভাবে জাল রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জেনের একটি টিম চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানকে সঙ্গে নিয়ে বাজারে অভিযান চালায়। এ সময় ৩ গোডাউন থেকে ৯ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।