ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সড়ক ছেড়ে বিজিএমইএতে যাচ্ছেন শ্রমিকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
সড়ক ছেড়ে বিজিএমইএতে যাচ্ছেন শ্রমিকরা হামলা, প্রতিবাদ, সড়ক, অবরোধ

সাভার (ঢাকা): কর্মকর্তা ছাঁটাই ও হামলার প্রতিবাদে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করার পর বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর দিকে যাচ্ছেন শ্রমিকরা। এতে সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে৷ 

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯ টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া ও নিশ্চিতপুর এলাকায় দীর্ঘ আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন জনরন সোয়েটার কারখানার শ্রমিকরা।

 

পুলিশ এসে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে বেলা ১২টার দিকে যানচলাচল স্বাভাবিক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।  

শ্রমিকরা জানান, কারখানার কিছু কর্মকর্তা ছাঁটাইয়ের দাবি করে আসচ্ছিলেন তারা।  সোমবার (১০ অক্টোবর) বিকেল থেকে কারখানার ভেতরে আন্দোলন করায় বহিরাগতরা এসে শ্রমিকদের ওপর হঠাৎ আক্রমণ করেন। এতে কয়েকজন শ্রমিক গুরুত্বর আহত হন। পরে আজ সকালে প্রথমে জামগড়া পরে নিশ্চিন্তপুরের সড়ক অবরোধ করে আন্দোলন করলে পুলিশি বাধায় সড়ক ছেড়ে বিজিএমইএ এর দিকে যাচ্ছেন তারা।  

হামলার শিকার কারখানাটির অটো নিটিং অপারেটর আব্দুস সাত্তার বলেন, আমি গতকাল সন্ধ্যায় ফ্লোরে কাজ করছিলাম এমন সময় হঠাৎ বহিরাগত কিছু লোক এসে শ্রমিকদের ওপর হামলা করেন। এতে আমিসহ অনেকেই আঘাত প্রাপ্ত হই। কোনো-মতে পালিয়ে আসি।

শিল্প পুলিশ-১ এর উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, শ্রমিকরা সবাই বিজিএমইএর দিকে চলে গেছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
এসএফ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।