ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু রোধে মসিকের ক্রাশ প্রোগ্রাম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
ডেঙ্গু রোধে মসিকের ক্রাশ প্রোগ্রাম শুরু

ময়মনসিংহ: ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) কর্তৃপক্ষ।  

এতে নগরীর ৩৩টি ওয়ার্ডের ১৪০টি হটস্পটকে বিশেষ গুরুত্ব দিয়ে আগামী ২৪ অক্টোবর পযর্ন্ত অ্যাডাল্টিসাইড ও লার্ভিসাইড ওষুধ প্রয়োগ করা হবে।

 

এই কার্যক্রমে নগরীর ৩৩টি ওয়ার্ডকে তিনটি ভাগে ভাগ করে অঞ্চলভিত্তিক চলবে মশক নিধন কার্যক্রম।  

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে নগরীর কালিবাড়ী এলাকার ২ নম্বর আঞ্চলিক কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মো. ইকরামুল হক টিটু।  

এ সময় তিনি বলেন, এডিস মশার নিয়ন্ত্রণে নিয়মিত ওষুধ ছেটানো এবং প্রজননস্থল ধ্বংসের কার্যক্রম শুরু হয়েছে। এজন্য জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন প্রচারণামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।  

এ অবস্থায় নগরীতে নির্মাণাধীন কোনো ভবন বা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হচ্ছে।

মেয়র আরও বলেন, এডিস মশা ঘর বা আঙ্গিনার পরিষ্কার পানিতে বংশ বিস্তার করতে পারে। এ অবস্থায় সচেতনতার কোনো বিকল্প নেই।  

এতে উপস্থিত ছিলেন মসিক অঞ্চল-২ এর নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।