ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদগঞ্জে মাথায় গাছের ডাল পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
ফরিদগঞ্জে মাথায় গাছের ডাল পড়ে শিশুর মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুরে গাছের ডালে চাপা পড়ে নিসা নামে ৬ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

নিসা উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের উত্তর চৌরাঙ্গা গ্রামের মো. ইসমাইল হোসেনের মেয়ে। স্থানীয় শোল্লা আশেক আলী স্কুল অ্যান্ড কলেজের শিশু শ্রেণীর ছাত্রী ছিল সে।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন বাংলানিউজকে বলেন, দুপুরে ওই শিশুদের বাড়িতে ঘর নির্মাণ কাজের উদ্দেশ্য গাছ কাটা হচ্ছিল। ওই গাছের নীচে নিসাসহ কয়েকজন শিশু এক সাথে খেলা করছিল। গাছের ডাল পড়ছে দেখে দুই শিশু দৌড়ে সরে গেলেও নিসা সরতে না পারায় গাছের ডাল তার গায়ে পড়ে ও গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।