ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের যাত্রা শুরু

ঢাকা: নির্বাহী কমিটি গঠনের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরাম।  

মঙ্গলবার (১১ অক্টোবর ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের দোতলায় মানিক মিয়া মিলনায়নে নূরে আলম সিদ্দিকী হকের সভাপতিত্বে এবং এম এ কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রথম সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

 

সভায় সংগঠনটির নির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মাতৃছায়ার প্রধান সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, আর সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সংবাদের কার্টুনিস্ট ও ডিইউজের সিনিয়র সহ সভাপতি এম এ কুদ্দুস।  

নবগঠিত কমিটির কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ সভাপতি কায়সুল মোমেন কাকন (বিশেষ প্রতিনিধি, চ্যানেল আই), শাহীন হাসনাত (সহসভাপতি ডিইউজে) যুগ্ম-সাধারণ সম্পাদক রিমন রহমান (সিনিয়র রিপোর্টার, যমুনা টিভি) ও ইউনুস আলী (সম্পাদক, দৈনিক চিত্র), সাংগঠনিক সম্পাদক অরণ্য গফুর (সিনিয়র রিপোর্টার, আরটিভি), অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম (চিফ রিপোর্টার, দৈনিক নয়া দিগন্ত) দপ্তর সম্পাদক শামীম মোল্লা (সময় টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদুর রহমান হিমেল (সহসম্পাদক, বাংলাদেশ প্রতিদিন), ক্রীড়া সম্পাদক শাহেদ আলী ইরশাদ (সিনিয়র রিপোর্টার, দেশ রূপান্তর), কল্যাণ ও প্রশিক্ষণ সম্পাদক শামসুজ্জামান সোহাগ (সার্কেল মিডিয়া নেটওয়ার্ক), মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা রহমান উর্মি, তথ্য-প্রযুক্তি সম্পাদক আহম্মেদ হোসেন বাবু (সিনিয়র রিপোর্টার,  একুশে টিভি), সাংস্কৃতিক সম্পাদক চন্দন সান্যাল (একুশে টিভি)।

কমিটির নির্বাহী সদস্য হয়েছেন জুলফিকার আলী (সম্পাদক, সাপ্তাহিক স্রোত), মাহবুব হাসান (একাত্তর টিভি), শামীম খান (বিশেষ প্রতিনিধি, বাংলা নিউজ ২৪ ডট কম), মিরাজ হোসেন গাজী (বাংলা ভিশন), এজাজুর রহমান সৌমিক (সিনিয়র রিপোর্টার, ইন্ডিপেন্ডেন্ট টিভি), মুহাম্মদ আলী (রিপোর্টার, দৈনিক নবচেতনা)।

এ ফোরামের সদস্য হিসেবে রয়েছে প্রবীণ সাংবাদিক গোলাম তাহাবুর, কাজী রওনাক হোসেন, গোলাম মর্তুজা, আব্দুর রাজ্জাক, অশোক কুমার সিংহ ও সালাউদ্দিন সেলিম।

নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক ফোরামকে এগিয়ে নিতে সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।  

বাংলাদেশ সময়: ০২০৩১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
আরকেআর/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।