ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এবার বেশি ডিম ছাড়বে ইলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
এবার বেশি ডিম ছাড়বে ইলিশ

বরিশাল: উৎপাদন বাড়াতে প্রজনন মৌসুম ঘিরে মা ইলিশ সংরক্ষণে দেশব্যাপী চলছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। আর সরকারি নির্দেশনা কার্যকর করতে বিভাগীয়, জেলা, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগের সমন্বয়ে নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, নৌ-পুলিশ ও র‌্যাব সদস্যরা অভিযান পরিচালনা করছে।

বিশেষ করে সাগর থেকে নদ-নদীতে ডিম ছাড়তে আসা ইলিশের যাতায়াতের পথ নিরাপদ রাখতে দক্ষিণাঞ্চলের নদ-নদীতে অভিযানগুলো জোরদার করা হয়েছে। আর ইলিশ সম্পদ রক্ষায় নিষেধাজ্ঞার ২২ দিন ধরে কঠোর অভিযান অব্যাহত রাখার কথা বলছে প্রশাসন। ফলে এবার বিগত সময়ের চেয়ে নদ-নদীতে বেশি পরিমাণে ইলিশ ডিম ছাড়তে পারবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার বাংলানিউজকে বলেন, গত বছর ৫১ দশমিক আট শতাংশ ইলিশ ডিম ছেড়েছিল, তবে এবারে পরিমাণ অনেকটাই বাড়বে। যা ৬০ শতাংশের কাছাকাছি যাবে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, বেশ কিছু বিষয় থাকে যেগুলো প্রজনন মৌসুমে ইলিশের ডিম ছাড়ার জন্য উপযোগী। তারমধ্যে অনুকূল আবহাওয়া, বৃষ্টিপাত, মেঘলা আকাশ, মেঘের গর্জন, তাপমাত্রা, নদীর পানি ও স্রোতের বিষয়গুলোও রয়েছে। এবারে সবকিছুই অনুকূলে রয়েছে। নিষেধাজ্ঞার আগে যেমন আবহাওয়া অনুকূলে ছিল, তেমনি বর্তমানেও রয়েছে, তাই সুফল আসবে। এছাড়া গত কয়েকদিনের অভিযানের ফলাফলে যেটুকু বুঝতে পেরেছি, তাতে নদীতে ভালো পরিমাণে মা ইলিশ এসেছে ডিম ছাড়ার জন্য।

তিনি আরও বলেন, ইলিশ আমাদের দেশের সম্পদ, এটি রক্ষা ও উৎপাদন বাড়াতে সব শ্রেণির মানুষকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। সরকারি নিষেধাজ্ঞাসহ নির্দেশনাগুলো মেনে চলতে হবে। দক্ষিণাঞ্চল তথা বরিশাল বিভাগে সংশ্লিষ্ট সব দফতরের সমন্বয়ে যেভাবে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে, তাতে অবশ্যই সুফল বয়ে আনবে।

অভিযানের বিষয়ে বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান বাংলানিউজকে বলেন, মা ইলিশ রক্ষা ও দক্ষিণাঞ্চলের নদীতে অবাধে ডিম ছাড়ার পরিবেশ তৈরি করে দিতে আমরা বদ্ধ পরিকর। তাই ইলিশ রক্ষায় পুলিশ, র‌্যাবের পাশাপাশি নৌবাহিনী কোস্টগার্ডসহ স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। শুধু নদ-নদীতেই অভিযান নয়, পাইকারি, খুচর বাজার, অবতরণ কেন্দ্রসহ সব জায়গাতে নজরদারি রাখছেন তারা।

অপরদিকে বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান বাংলানিউজকে বলেন, নদ-নদীতে অভিযানের পাশাপাশি আমরা সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করছি। আমরা চাই ইলিশ রক্ষায় জেলে, সাধারণ মানুষ, জনপ্রতিনিধিসহ সবার সমন্বয় ঘটুক। সরকারি নির্দেশনা মেনে মা ইলিশের প্রজনন নিশ্চিত করা গেলে দেশে ইলিশ উৎপাদন অবশ্যই বাড়বে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।