ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তাঁতশিল্প বাঁচাতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার আশ্বাস প্রতিমন্ত্রীর 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
তাঁতশিল্প বাঁচাতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার আশ্বাস প্রতিমন্ত্রীর 

ঢাকা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, কিছু কর্মকর্তার অসহযোগিতা ও দুর্নীতির কারণে প্রধানমন্ত্রীর বেনারসি শ্রমিকদের কল্যাণে নেওয়া উদ্যোগ মুখ থুবড়ে পড়েছে। তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য তাঁতিদের বিভিন্ন সমস্যা ও সুযোগ সুবিধা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন তিনি।

 

মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বেনারসি পল্লী তাঁতি বাস্তবায়ন সমিতি আয়োজিত এক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।  

তিনি বলেন, বিয়ের মতো একটি পবিত্র অনুষ্ঠান আমরা কল্পনাও করতে পারি না বেনারসি শাড়ি ছাড়া। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে তাঁত শ্রমিকেরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ব্রিটিশ শাসন আমল থেকে তাঁত শিল্পকে নানানভাবে বন্ধ করার চেষ্টা করা হয়েছে। এখনও কিছু সুবিধাবাদী লোক এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বিষয়টি নিয়ে আবার কাজ করবো। বেনারসি শ্রমিকদের দাবি পূরণে প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করবো।  

দুর্নীতির কারণে যেন তাঁত শিল্পের মতো কাজ মুখ থুবড়ে না পড়ে সেদিকে পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার কথা উল্লেখ করেন তিনি।  

তিনি বলেন, মানুষের কষ্ট হয় এমন কাজ প্রধানমন্ত্রী কখনোই করেননি। যখনই বিশ্বে নিত্যপণ্যের দাম কমেছে তখনই তিনি দাম কমিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধুর কন্যা কখনো জনগণের অকল্যাণ হয় এমন কাজ করবেন না।  

সমিতির সদস্যদের মৌলিক চাহিদা বাসস্থান, খাদ্য, বস্ত্র, শিক্ষা ও পুনর্বাসনসহ বেনারসি পল্লী তাঁতিদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আব্দুস সাত্তার।  

তিনি বলেন, বেনারসি পল্লী তাঁতিদের জন্য বাংলাদেশের বিভিন্ন স্থানে যেমন, জামালপুরে নকশী কাঁথা তাঁতিপল্লী ও মাদারীপুর শিবচরে বেনারসি পল্লী প্রকল্প গঠন করার প্রস্তাব ঘোষণা করা হয়েছে। মিরপুর ভাষানটেক ঢাকা বেনারসি পল্লী প্রকল্পে ৯০৬টি প্লটের মধ্যে বেনারসি পল্লী তাঁতি বাস্তবায়ন সমিতির নামে ৬০০টি প্লট বরাদ্দ দেওয়ার আহ্বান জানান তিনি।  

সাধারণ সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সামসুল হক আক্কাস, তাইজুল ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময়:২২০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
এনবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।