ঢাকা: কসোভো প্রজাতন্ত্রের ভিসা এখন ঢাকা থেকেই পাওয়া যাবে। দেশটি ঢাকায় কনস্যুলার কার্যক্রমও উদ্বোধন করেছে।
বুধবার (১২ অক্টোবর) ঢাকার কসোভা মিশন এ তথ্য জানিয়েছে।
কসোভা মিশন জানায়, ঢাকায় কসোভো প্রজাতন্ত্রের দূতাবাসের অফিসে আনুষ্ঠানিকভাবে কনস্যুলার সেবা শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসোভো প্রজাতন্ত্রের পররাষ্ট্র উপমন্ত্রী ক্রেশনিক আহমেতি, ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত গুনার উরেয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে ঢাকায় কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস থেকে ইস্যু করা প্রথম কসোভার ভিসা মালিহা ইকবালকে হস্তান্তর করা হয়। মালিহা ইকবাল কসোভোতে ‘নারী, শান্তি ও নিরাপত্তা ফোরামে'র বৈঠকে যোগ দেবেন, যেটা চলতি মাসে প্রিস্টিনায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে কূটনীতিকদের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
টিআর/এএটি