ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৎস্য কর্মকর্তা-পুলিশের ওপর হামলা, মামলায় আসামি ৩১২ জেলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
মৎস্য কর্মকর্তা-পুলিশের ওপর হামলা, মামলায় আসামি ৩১২ জেলে

বরিশাল: বরিশালের হিজলায় পুলিশ ও মৎস্য কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ৩১২ জেলেকে আসামি করে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) হিজলা থানার উপ পরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন বলে জানিয়েছেন হিজলা থানার ওসি মো. ইউনুস মিঞা।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে মেঘনা নদীর  হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের খালিশপুর সংলগ্ন এলাকায় জেলেদের হামলায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় করা মামলায় ১২ জন নামধারী ও অজ্ঞাতনামা আরও তিনশ’ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও হামলা করে গুরুতর জখম করার অভিযোগ আনা হয়েছে।

ওসি আরো জানান, হামলার পর নামধারী ৯ আসামিকে গ্রেফতার, একটি ট্রলার ও একশ’ মিটার জাল জব্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান, তার নেতৃত্বে ১৬ পুলিশ সদস্যসহ মোট ২০ জনের একটি দল ভোর পাঁচটার দিকে মেঘনা নদীতে খালিশপুর সংলগ্ন এলাকায় অভিযান করেন। সেখানে ইলিশ শিকাররত জেলেদের কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে অর্ধশতাধিক নৌকা নিয়ে আমাদের আভিযানিক দলকে ঘিরে ফেলে জেলেরা। জেলেদের হামলায় কনস্টেবল মাহফুজ গুরুত্বর আহত হয়েছেন, তাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। আভিযানিক দলে থাকা সবাই কম-বেশি আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  

তিনি বলেন, পরিস্থিতি শান্ত করতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি করেছে। তখন জেলেরা পালিয়ে যায়।  

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
এমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।