ঢাকা: নয় বছর আগে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় বিয়ে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামি মোহাম্মদ শরীফ মাতবর ওরফে শরীফকে গ্রেফতার করেছে পুলিশ।
২০১৩ সালের এপ্রিলে সংগঠিত আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় ২০১৯ সালে আদালত অভিযুক্তকে মৃত্যুদণ্ডের রায় দেন।
বুধবার (১২ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ২০১৩ সালের এপ্রিলে স্থানীয় বিয়ে বাড়ির অনুষ্ঠানে শরীফ মাতবর ওরফে শরীফ পূর্ব শত্রুতার জের ধরে সামছুল হক নামে একজনকে চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন। এ ঘটনার পর থেকেই শরীফ পলাতক ছিলেন। তিনি ছদ্মবেশে বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন।
মামলার বিচার শেষে আদালত ২০১৯ সালে তাকে মৃত্যদণ্ডের আদেশ দেন। বুধবার রাতে শরীফ কামরাঙ্গীচর থানা এলাকায় এলে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গ্রেফতার শরীফকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
পিএম/আরবি