ঢাকা: রাজধানীর ডেমরা এলাকা থেকে অস্ত্রসহ মো. নুর আলম (৪২) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন ও নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আটক আসামি একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর ডেমরা এলাকাসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছেন। পাশাপাশি তিনি ডেমরা এলাকাসহ আশপাশের এলাকায় অস্ত্র ভাড়া দেওয়াসহ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে আধিপত্য বিস্তার করে বালুর ব্যবসায় প্রাধান্য বিস্তারে সচেষ্ট ছিলেন।
তিনি আরও জানান, আসামি তার সন্ত্রাসী কার্যক্রম ও অস্ত্র ব্যবসার বিষয়টি স্বীকার করেছেন। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
এসজেএ/আরবি