ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকার সৌদি দূতাবাসেই পাসপোর্ট জমা দেওয়া যাবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
ঢাকার সৌদি দূতাবাসেই পাসপোর্ট জমা দেওয়া যাবে

ঢাকা: শাপলা সেন্টার নয়, আগের মতোই ঢাকার সৌদি দূতাবাসে বিদেশগামী কর্মীদের পাসপোর্ট জমা ও ভিসা দেওয়া হবে।

শুক্রবার (৭ অক্টোবর) দূতাবাস থেকে এ সংক্রান্ত একটি নোটিশও দেওয়া হয়েছে।

ঢাকার সৌদি দূতাবাস জানিয়েছে গত বৃহস্পতিবারও দূতাবাসে পাসপোর্ট জমা ও ভিসা দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী শুক্র-শনিবার বন্ধ ছিল। আগামীকাল রোববার আবার আগের মতোই দূতাবাসে পাসপোর্ট জমা নেওয়া হবে।

শনিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) পক্ষ থেকে দাবি করা হয়, সৌদিগামী কর্মীদের পাসপোর্ট জমা ও ভিসা স্ট্যাম্পিংয়ের দায়িত্ব সৌদি দূতাবাস সম্প্রতি ‘শাপলা সেন্টার’ নামের একটি বেসরকারি ফার্মকে দেওয়া হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ঢাকার সৌদি দূতাবাসে যোগাযোগ করা হলে দূতাবাস থেকে জানানো হয়েছে, শাপলা সেন্টারকে পাসপোর্ট জমা দেওয়ার কোনো দায়িত্ব দেওয়া হয়নি। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ঢাকার সৌদি দূতাবাস থেকেই পাসপোর্ট জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।