ঢাকা: একটি শিশুও সুবিধাবঞ্চিত থাকবে না। সব শিশুর সমান অধিকার নিশ্চিত করতে হবে।
শনিবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে পথশিশু উৎসবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজকের এ শিশুরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে উল্লেখ করে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, সঠিক পরিচর্যা পেলে এ শিশুরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে। সবাই এগিয়ে এলে, শিশুদের যত্ন নিলে এরা আর এ পথে থাকবে না। এ শিশুরাই একসময় সম্পদে পরিণত হবে। সরকারের পাশাপাশি সমাজের প্রতিষ্ঠিত ও বিত্তবান মানুষেরা এগিয়ে এলে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটবে।
জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন শিশুদের নিয়ে কাজ করায় তাদের ধন্যবাদ দিয়ে মেয়র আতিকুল বলেন, জুমবাংলা এতোগুলো শিশুর দেখাশুনা করছে এটি সত্যি প্রশংসনীয় কাজ। ডিএনসিসিও শিশুদের পাশে সবসময় থাকবে।
ডিএনসিসি শিশুদের জন্য একটি জায়গার ব্যবস্থা করতে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান মেয়র আতিকুল। এ সময় মেয়র আতিকুল উৎসবে অংশ নেওয়া শিশুদের সঙ্গে মিলে-মিশে আনন্দ ভাগাভাগি করেন।
বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এমকে/আরআইএস