ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভাইকে পুড়িয়ে হত্যা মামলায় ভাই-ভাবি গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
ভাইকে পুড়িয়ে হত্যা মামলায় ভাই-ভাবি গ্রেফতার 

কেরানীগঞ্জ, (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে আলিনগর এলাকায় ছোট ভাইকে পুড়িয়ে হত্যার ঘটনায় স্ত্রীর দায়ের করা মামলার দুই আসামি বড় ভাই জনি (৪০) ও তার স্ত্রী লিজাকে (৩১) ভৈরব থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব)।

১৯ অক্টোবর (বুধবার) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরবপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ২টি স্বর্ণের চেইন, ২টি স্বর্ণের আংটি, মালয়েশিয়ান- ১১২ রিংগিত, ১টি পাসপোর্ট, ৭টি মোবাইল ফোন ও নগদ- ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়।  

এর আগে, ১০ অক্টোবর রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আলিনগর এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই জিমিকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বড় ভাই ও তার স্ত্রীর বিরুদ্ধে। অগ্নিদত্তের ঘটনায় জিমির শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। ১০ অক্টোবর সন্ধ্যায় এ ঘটনায় জিমির স্ত্রী পপি বাদী হয়ে জিমির বড় ভাই জনি ও তার স্ত্রী লিজাকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করলে সে মামলায় তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১০ এর মিডিয়া উইং এএসপি এনায়েত কবির।

বাংলাদেশ সময়: ০৮০৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।