ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

২৪ ঘণ্টা না পেরোতেই আবারও সাজেকে সড়ক দুর্ঘটনা, আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
২৪ ঘণ্টা না পেরোতেই আবারও সাজেকে সড়ক দুর্ঘটনা, আহত ১২

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকে চাদেঁর গাড়ি উল্টে একজন নিহত হওয়ার ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে। ফের চাঁদের গাড়ি (জীপ গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাহাড়ি খাদে পড়ে গিয়ে ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে সাজেকের হাউজ পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, একটি চাঁদের গাড়ি স্থানীয় যাত্রী নিয়ে সাজেক থেকে বাঘাইহাট বাজারে যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাহাড়ি খাদে পড়ে ১২ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বাংলানিউজকে বলেন-আহতরা বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে, বুধবার (১৯ অক্টোবর) দুপুরে সাজেকের হাউসপাড়ায় পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি উল্টে গিয়ে এক পর্যটক নিহত এবং ছয়জন আহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।