ঢাকা: আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এভিয়েশন সেক্টরের উন্নয়নে সদস্য দেশসগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মুফিদুর রহমান।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) ডি-এইট সদস্য দেশসমূহের সিভিল এভিয়েশন প্রশাসনের মহাপরিচালক/চেয়ারম্যানদের ১২তম সভায় তিনি এ আহ্বান জানান।
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত সভায় ভার্চ্যুয়ালি অংশ নেয় এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল।
কোভিড পরবর্তী এভিয়েশন সেক্টরের যাত্রী ও কার্গো পরিবহনের চিত্র তুলে ধরেন বেবিচক চেয়ারম্যান। দেশের আর্থসামাজিক উন্নয়নে এ সেক্টরের প্রয়োজনীয়তা উপলব্ধি করে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে সরকার কর্তৃক প্রাধিকার লাভ, বাস্তবায়নরত প্রকল্প ও পরিকল্পনাসমূহ তুলে ধরেন।
সভায় ডি-এইট এর সদস্যসমূহের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, তুরস্ক, মালয়েশিয়া ও পাকিস্তান অংশগ্রহণ করে।
আলোচনায় সদস্য দেশসমূহ কোভিড-১৯ মোকাবেলায় তাদের স্ব-স্ব দেশের সরকার এবং সিভিল এভিয়েশনের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে।
এ সময় সদস্য দেশগুলোর মধ্যে এভিয়েশন সেফটি ও এভিয়েশন সিকিউরিটির ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র উন্নয়ন, কারিগরি বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন লোকবলের আদান-প্রদান, সদস্য দেশগুলোর মধ্যে বৃত্তি প্রদান ইত্যাদি বিষয়ের ওপর আলোকপাত করা হয়।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
এমকে