ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

চরভদ্রাসনে ৫০০ মিটার জাল পুড়িয়ে বিনষ্ট 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
চরভদ্রাসনে ৫০০ মিটার জাল পুড়িয়ে বিনষ্ট 

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা মৎস্য বিভাগ।  

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা অংশে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়।

তবে অভিযান বিষয়টি আগে থেকে টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. জুয়েল রানা, ক্ষেত্র সহকারি শামিম আরেফিন, চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক মো. আকরাম হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।  

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. জুয়েল রানা।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।