ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বংশালে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
বংশালে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর নিহত

ঢাকা: রাজধানীর বংশালের মালিটোলা এলাকায় ব্যাগ তৈরির কারখানায় পানির মোটরের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে আশিক (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই কারখানার কর্মচারী ছিল।

শুক্রবার (২১অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।  

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত আশিক হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছুটু মিয়ার ছেলে। সে মালিটোলার ওই ব্যাগ কারখানায় থাকতো।

আশিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা কারখানার মালিক আব্দুস সালাম বলেন, মালিটোলা ২য় তলায় স্কুল ব্যাগের কারখানা। নিচতলায় শ্রমিকরা থাকতো। নিচে একটি পানির মোটর বসানো আছে।

সালাম আরও জানান, ঘটনার সময় আশিক নিচতলায় পানির মোটর ছাড়তে গিয়েছিল। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে দ্রুত তাকে স্থানীয় ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয়।  

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।