কক্সবাজার: কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরাজিত হলে ‘রাষ্ট্রপতি প্রার্থী’ হওয়ার ঘোষণা দেওয়া জগদীশ বড়ুয়া পার্থকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ অক্টোবর) কক্সবাজার শহরের বাহারছড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জগদীশ কক্সবাজার পৌরসভার ঝিলংজা পূর্ব বড়ুয়া পাড়ার মৃত কালী চরণ বড়ুয়ার ছেলে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
নিজেকে কথিত মঙ্গল পার্টির চেয়ারম্যান দাবি করা এ জগদীশ কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একে একে ভিডিওবার্তা প্রচার করেন তিনি। এ সময় জেলা পরিষদ নির্বাচনের ভোটারদের (ইউনিয়ন পরিষদ সদস্য) গালিগালাজ এবং নির্বাচনে হারলে রাষ্ট্রপতি পদে নির্বাচনসহ আবোল-তাবোল নানা কথা বলে আলোচনায় আসেন তিনি।
নির্বাচনে মোট নয় ভোট পেয়ে পরাজিত হওয়ার পরের দিন আরেক ভিডিওবার্তায় নিজেকে আগামীবারের ‘রাষ্ট্রপতি প্রার্থী’ ঘোষণা দেন।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
এসবি/আরবি