গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় রাজু শেখ (২৪) নামে যুবক মারা গেছেন। শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে কাশিয়ানী উপজেলার তিলছড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু শেখ ফরিদপুর জেলার উজান মল্লিকপুর গ্রামের মুখলেস শেখে ছেলে।
জানা গেছে, কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে রাজু শেখ মোটরসাইকেল চালিয়ে গোপালগঞ্জের অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে তিলছড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে অজ্ঞাত নম্বরের একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাজু শেখ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো. তোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
এমএমজেড