ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর ডেমড়ার সানারপাড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাল মিয়া (৫০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পশ্চিম সানারপাড় গ্রিন সিটি এলাকায় এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত লাল মিয়ার ছেলে আনোয়ার হোসেন জানান, তাদের বাড়ি শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বড়ুয়াজানি গ্রামে। বর্তমানে ডেমড়া পশ্চিম সানারপাড় গ্রিন সিটি এলাকায় থাকেন। ওই এলাকাতে একতা রিকশা গ্যারেজের নিরাপত্তাকর্মীর কাজ করতেন তার বাবা।

তিনি আরও জানান, রিকশা গ্যারেজের ভেতরে ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তার বাবা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।