ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভৈরবে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
ভৈরবে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ট্রেনে কাটা পড়ে তোফাজ্জল হোসেন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোফাজ্জল হোসেন কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার সাহেবনগর গ্রামের মানিক মিয়ার ছেলে। তিনি ভৈরবের একটি মশার কয়েল কারখানার শ্রমিক ছিলেন।

ভৈরব রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন তোফাজ্জল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন।

ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুমেল মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।