ঢাকা: পটুয়াখালীর গলাচিপায় চাঞ্চল্যকর নুরু খাঁ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতাররা হলেন—বশির হাওলাদার (৩২) ও জামাল হাওলাদার (২৫)।
শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন র্যাব সদস্যরা।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে র্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর শোয়েব বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে র্যাব-১০-এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় অভিযান চালায়। অভিযানে পটুয়াখালী জেলার গলাচিপা থানার চাঞ্চল্যকর নুরু খা হত্যা মামলার অন্যতম পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাব কর্মকর্তা আরও জানান, চলতি বছরের ২৫ জুলাই পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরকাজল এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বশির ও জামালসহ বেশ কয়েকজন নুরু খাঁ (২৫) নামে এক যুবকের ওপর অতর্কিত হামলা করে। ভুক্তভোগী গুরুতর আহত হন। পরবর্তীতে নুরু খাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
গ্রেফতার দুই আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এএসপি এনায়েত কবীর।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
এমএমআই/এমজেএফ