ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভৈরবে ১২ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
ভৈরবে ১২ কেজি গাঁজাসহ আটক ২

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ১২ কেজি গাঁজাসহ হৃদয় মিয়া (৩০) ও মো. মোরসালিন (১৬) নামে দুই বিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

শনিবার (২২ অক্টোবর) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে এ তথ্য জানানো হয়।

 

আটকরা হলেন- নেত্রকোনা জেলার সদর উপজেলার বাইশধার এলাকার লুৎফর রহমানের ছেলে হৃদয় মিয়া (৩০) ও একই জেলার বারহাট্টা উপজেলার সাধুয়ার কান্দা এলাকার ইউসুফ আলীর ছেলে মো. মোরসালিন (১৬)।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২১ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে ভৈরবের নাটালের মোড় এলাকায় অভিযান চালায় র‌্যাব। সে সময় একটি পিকআপভ্যানে তল্লাশি করে ১২ কেজি গাঁজা জব্দসহ হৃদয় ও মোরসালিনকে আটক করা হয়। জব্দ গাঁজা এবং আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।