কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ৯০৫টি ইয়াবা ট্যাবলেটসহ মোছা. সাথী (২২) নামে এক নারীকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শনিবার (২২ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্প থেকে এ তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
আটক সাথী কিশোরগঞ্জ সদর উপজেলার মনিপুরঘাট এলাকার আবুল কাসেমের স্ত্রী।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যার পৌনে ৭টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় ৯০৫টি ইয়াবা ট্যাবলেটসহ সাথীকে আটক করা হয়। আটকের পর তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
এসআরএস