ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রবীন্দ্র সরোবরে ছুরিকাঘাতে মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
রবীন্দ্র সরোবরে ছুরিকাঘাতে মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু নিহত মেরিন ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন মজুমদার

ঢাকা: রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছুরিকাঘাতে শাহাদত হোসেন মজুমদার (৫১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন।

শনিবার (২২ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে ধানমন্ডি থানা পুলিশ রবীন্দ্র সরোবরের ভেতরের পায়ে হাটার রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য রোববার (২৩ অক্টোবর) ভোরের দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে।  

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, রাতে খবর পেয়ে রবীন্দ্র সরোবরের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পেশায় তিনি মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি কলাবাগান ভূতের গলি এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জে।

ওসি আরও জানান, মৃত ব্যক্তির শরীরে চারটি ছুরিকাঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। অন্য কোনো ঘটনা আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।