সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দুটি উল্লুক ও সাতটি ককাটেল পাখি জব্দ করে খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে হস্তান্তর করেছে বিজিবি।
রোববার (২৩ অক্টোবর) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তাদের কাছে এসব বন্যপ্রাণী হস্তান্তর করেন।
সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন সময়ে প্রাণীগুলো পাচারের চেষ্টা করা হয়।
উল্লেখ্য, বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে পাখিগুলোকে কাকাতুয়া বলা হয়েছে। ককাটেলও এক ধরনের কাকাতুয়া।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
নিউজ ডেস্ক