ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে ফেমাস বাংলা ফাউন্ডেশন নামে এক এনজিও উধাও হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন গ্রামের হত-দরিদ্র মানুষকে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে এ টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র।
গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) হঠাৎ অফিসে তালা ঝুলিয়ে সঞ্চয়কৃত টাকা নিয়ে ফেমাস বাংলা ফাউন্ডেশন নামে প্রতারক চক্রটি উধাও হয়ে যায়।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসের দিকে ফেমাস বাংলা ফাউন্ডেশন নামে উপজেলা পরিষদের পাশে আব্দুল মান্নানের বাড়িতে ভাড়া নিয়ে অফিসের কার্যক্রম শুরু করে। পরবর্তীতে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে হত দরিদ্র পরিবারগুলোকে টার্গেট করে। এসব পরিবারের নারীদের নানা প্রলোভন দিয়ে সাপ্তাহিক সঞ্চয় শুরু করে। কয়েক সপ্তাহ পরে অল্প সুদে মোটা অংকের ঋণ দেওয়ার প্রলোভন দিয়ে এককালীন ১৫ থেকে ৩০ হাজার টাকা করে সঞ্চয় জমা নেয়। এভাবে প্রায় অর্ধ কোটি টাকা সঞ্চয় সংগ্রহ করে।
এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে উপজেলার কাইচাইল গ্রামের নাজমা বেগম জানান, ফেমাস বাংলা ফাউন্ডেশন নামে একটি এনজিও গত মাসে আমাদের গ্রামে এসে ঋণ দেওয়ার নাম করে বেশ কয়েকটি পরিবার থেকে সঞ্চয় ওঠায়। অনেকের মতো আমিও সরল বিশ্বাসে সঞ্চয় দেই। কয়েক কিস্তি সঞ্চয় দেওয়ার পর আড়াই লাখ টাকা দেবে বলে আমার কাছ থেকে সাড়ে তের হাজার টাকা নেয়। পরে জানতে পারি তারা প্রতারক। টাকা-পয়সা নিয়ে পালিয়ে গেছে।
একই এলাকার আরেক ভুক্তভোগী তাহমিনা আক্তার বলেন, আমার কাছ থেকে কিস্তি নিয়ে তিন লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে এককালীন ২০ হাজার টাকা নেয়। পরে জানতে পারি তারা প্রতারক চক্র। মানুষের টাকা নিয়ে পালিয়ে গেছে। তিনি আরও বলেন, এছাড়াও রোকেয়া বেগম, ছবিরুন নেছা, আছিয়া, মর্জিনা, চায়না বেগমসহ প্রায় শতাধিক সদস্যদের কাছ থেকে কমপক্ষে অর্ধ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে।
এ ব্যাপারে বাড়ির মালিক আব্দুল মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বাড়িতে এনজিওর অফিস ভাড়া নেওয়ার জন্য এমন কয়েকজন লোক এসেছিলেন। কিন্তু আমি তাদের কাছে বাড়ি ভাড়া দেইনি। এমনকি আমি তাদের চিনিও না।
এ ব্যাপারে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। এ বিষয়ে অভিযোগ পেলে প্রতারকদের খুঁজে বের করা হবে।
এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমাম রাজী টুলু বাংলানিউজকে বলেন, এ ধরনের একটি অভিযোগ পাওয়া গেছে। কিছু ভুক্তভোগী আমার অফিসে এসে বিষয়টি জানিয়েছেন। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে আসল ঘটনাটি জানতে চেষ্টা করছি। খোঁজ নিয়ে ঘটনার সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
আরএ