বান্দরবান: পর্যটকদের নিরাপত্তার কারণে এবার বান্দরবানের আলীকদম ও থানচি উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।
রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেটের রুটিন দায়িত্বে থাকা উপসচিব মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবান জেলার আলীকদম ও থানচি উপজেলায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য বান্দরবান সেনানিবাসের এক চিঠির মাধ্যমে টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবানের আলীকদম ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে।
বান্দরবানের থানচি উপজেলার নীলদিগন্ত, তমাতুঙ্গী, নাফাকুম, বড়পাথর, রেমাক্রী, বড়মদক এবং আলীকদম উপজেলার আলীর সুরঙ্গ, ডিম পাহাড়, মারাইতং, দামতুয়া ঝর্নাসহ অসংখ্য পর্যটনকেন্দ্র রয়েছে। আর প্রতিদিনই এই সব স্পটগুলোতে অসংখ্য দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে যায়।
এদিকে এর আগে গত ১৮ অক্টোবর বান্দরবানের গহীন অরণ্যে সন্ত্রাসীদের ধরতে এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন, যা এখনো বহাল রয়েছে।
জানা যায়, গত ১০ অক্টোবর থেকে পার্বত্য জেলা বান্দরবানে গহীন অরণ্যে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করে যৌথবাহিনী। এ অভিযানে গত ২০ অক্টোবর বান্দরবানের রোয়াংছড়ি ও রাঙ্গামাটির জেলার বিলাইছড়ি সাইজামপাড়া থেকে জামাতুল আনসার ফিল হিন্দিল শারক্বীয়ার এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সর্বমোট ১০ সদস্যকে আটক করে র্যাব, এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
আরএ