যশোর: যশোর ইনস্টিটিউটের প্রাণপুরুষ রায়বাহাদুর যদুনাথ মজুমদারের ১৬৪তম জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী স্মরণ উৎসব শুরু হয়েছে। রোববার (২৩ অক্টোবর) বিকেলে রায় বাহাদুর যদুনাথ মজুমদারের আবক্ষমূর্তিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে এ উৎসব শুরু হয়।
এরপর যশোর ইনস্টিটিউটের উদ্যোগে শিশুদের সংগীত পরিবেশন ও ১৬৪টি মোমবাতি প্রজ্বলন করা হয়। সন্ধ্যায় রায়বাহাদুর যদুনাথ মজুমদারের জীবনী পাঠ ও শুভেচ্ছা বক্তব্য দেন যশোর ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের যুগ্ম-সাধারণ সম্পাদক রওশন আরা রাসু। শুভেচ্ছা বক্তব্য দেন কলামিস্ট ও মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদের সম্পাদক চুন্নু সিদ্দিকী, পাবলিক লাইব্রেরি বিভাগের সম্পাদক এস নিয়াজ মোহাম্মদ, সংস্কৃতিকর্মী ও সাংবাদিক প্রণব দাস।
প্রসঙ্গত, রায়বাহাদুর যদুনাথ মজুমদার ১৮৫৯ সালের ২৩ অক্টোবর নড়াইল জেলার লোহাগড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন, একাধারে একজন লেখক, সাংবাদিক এবং একজন স্বনামধন্য সমাজসেবক ও নেতা। ১৯০৪ এর ১৬ সেপ্টেম্বর থেকে ১৯০৭ সালের ২৩ নভেম্বর পর্যন্ত যশোর জেলা বোর্ড এবং পৌরসভার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি অসংখ্য প্রাথমিক এবং উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নারী শিক্ষা সম্প্রসারণে তিনি মেয়েদের বেশ কিছু স্কুলও প্রতিষ্ঠা করেন। রায়বাহাদুর যদুনাথ মজুমদার ছিলেন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির প্রাণপুরুষ। ১৯০২ খ্রিস্টাব্দে ব্রিটিশ রাজের পক্ষ থেকে যদুনাথকে রায়বাহাদুর উপাধি দেওয়া হয়।
যশোর ইনস্টিটিউটের আয়োজনে রায়বাহাদুর যদুনাথ মজুমদারের ১৬৩তম জন্ম ও ৯০তম মৃত্যু দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী এ স্মরণ উৎসব শেষ হবে ৩০ অক্টোবর। এতে থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ লাঠিখেলা, মোরগ লড়াই, কবিতা পাঠ ও আবৃতি এবং সংবর্ধনা।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
ইউজি/এজে