ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজৈরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
রাজৈরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

মাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বৌলগ্রাম নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় লাকী বেগম (৪০) নামে ব্যাটারিচালিত ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন।  

রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাকী বেগম উপজেলার আলমদস্তার গ্রামের ফরহাদ হোসেনের স্ত্রী।

জানা গেছে, রোববার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রাম নামক স্থানে যাত্রীবাহী একটি ভ্যানকে ধাক্কা দেয় ঢাকাগামী গ্রীনলাইন পরিবহন। এতে ঘটনাস্থলেই ওই ভ্যানের যাত্রী লাকি বেগম মারা যান।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহত লাকি বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।