ঢাকা: বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো জনপ্রিয় ইংরেজি দৈনিক ডেইলি সানের ১২তম বর্ষপূর্তি। এক যুগ পেরিয়ে ১৩তম বর্ষে পা রাখল দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ইংরেজি দৈনিক ‘ডেইলি সান’।
বুধবার (২৪ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ডেইলি সানের কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা শ্রেণি-পেশার শুভানুধ্যায়ীরা বৃষ্টি উপেক্ষা করে পত্রিকাটির অফিসে এসে শুভেচ্ছা জানান।
দুপুরে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী এবং পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক জুয়েল মাজহার, নিউজ২৪ এর নির্বাহী পরিচালক রাহুল রাহা, ডেইলি সানের নির্বাহী সম্পাদক রেজাউল করিম লোটাস, বিশিষ্ট সাংবাদিক শাবান মাহমুদসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা।
অনুষ্ঠানের শুরুতে ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী পত্রিকাটির ১২ বছরের যাত্রার সাফল্যের কথা তুলে ধরে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে তাদের ক্রমাগত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি অনুষ্ঠানে আসা অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দৈনিকের পাঠক, বিজ্ঞাপনদাতা এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বলেন, ডেইলি সানের ১২তম বর্ষপূর্তিতে আমি সত্যিই অনেক খুশি। আমি সবসময় চাই মিডিয়া স্বাধীনভাবে চলতে থাক। তাই এখানে মালিকপক্ষের কোনো হস্তক্ষেপ নেই। এজন্যই আমাদের মিডিয়া বাংলাদেশের সর্বাধিক প্রচারিত মিডিয়া। এই মিডিয়া বাংলাদেশকে তুলে ধরে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। তাই আমি চাই ইস্ট ওয়েস্ট মিডিয়া সাহসের সঙ্গে স্বাধীনভাবে আরও এগিয়ে যাক।
সাংবাদিকতায় সুস্থ ধারা প্রবর্তনের জন্য ডেইলি সানের প্রশংসা করে বিভিন্ন দেশের কূটনীতিকরা দৈনিকটির প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন জানিয়ে বলেন, ডেইলি সানের সাংবাদিক ও কর্মীদের অভিনন্দন জানাই এবং আশা করি দৈনিকটি বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহায়তা প্রদান অব্যাহত রাখবে। আপনারা সঠিক ও সময়োপযোগী সংবাদ উপস্থাপন করে দেশের জনগণের জন্য যে সেবা প্রদান করছেন; তা অনন্য।
পরে আরও শুভেচ্ছা জানান বাংলাদেশ প্রতিদিনের পক্ষে সম্পাদক নঈম নিজাম, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের পক্ষে সম্পাদক জুয়েল মাজহার, কালের কণ্ঠের পক্ষে শুভেচ্ছা জানান সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী। এছাড়া রেডিও ক্যাপিটাল, নিউজটোয়েন্টিফোর, ল্যাব এইড ক্যানসার হাসপাতাল, ঢাকা ব্যাংক, ডি নেট, আমিন মোহাম্মদ গ্রুপ, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনসহ অন্যান্যরা শুভেচ্ছা জানান।
দুপুরের পর ডেইলি সানকে শুভেচ্ছা জানাতে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
বর্ষপূর্তিতে ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই ১২ বছরে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে। অতি সম্প্রতি করোনার মহামারি সব সেক্টরকেই ভেঙে দিয়েছে। কিন্তু আমরা টিকে আছি খুব ভালোভাবে। আমি বিশ্বাস করি, আগামীতে আরও অনেক বেশি ভালো হবে। আর এই অগ্রযাত্রায় আল্লাহতায়ালা এবং আমাদের পরিবারের সবাইকে কৃতজ্ঞতা জানাই।
উল্লেখ্য, ২০১০ সালের ২৪ অক্টোবর সত্য ও বস্তুনিষ্ঠ স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করে ইরেজি দৈনিক ডেইলি সান। এরপর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি জয় করে নিয়েছে লাখ লাখ পাঠকের হৃদয়।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এইচএমএস/এজে