ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভুয়া মেজর সেজে ট্রেন ভ্রমণ, অবশেষে খেলেন ধরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
ভুয়া মেজর সেজে ট্রেন ভ্রমণ, অবশেষে খেলেন ধরা

ব্রাহ্মাণবাড়িয়া: ভুয়া মেজর সেজে ট্রেনে ভ্রমণ করার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে মোজাম্মেল হোসেন (২১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  

সোমবার (২৪ অক্টোবর) বিকেলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে তাকে আটক করে রেলওয়ে থানা পুলিশ।

আটক মোজাম্মেল হোসেন কুমিল্লা জেলার মনোহরগঞ্জের ভরলা গ্রামের আলাউদ্দিনের ছেলে।  

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীম হোসেন শিকদারের  বলেন, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে করে সেনাবাহিনীর পোশাক পরিধান পরে মোজাম্মেল লাকসাম যাচ্ছিলেন। এ সময় দায়িত্বরত টিটি ও পুলিশ তার কাছে টিকিট দেখতে চাইলে নিজেকে সেনাবাহিনীর মেজর বলে পরিচয় দেন মোজাম্মেল। তখন ট্রেনে দায়িত্বরত পুলিশের সন্দেহ হলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে তাকে আটক করে। পরে ট্রেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসে পৌঁছালে তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।