ব্রাহ্মাণবাড়িয়া: ভুয়া মেজর সেজে ট্রেনে ভ্রমণ করার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে মোজাম্মেল হোসেন (২১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ অক্টোবর) বিকেলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে তাকে আটক করে রেলওয়ে থানা পুলিশ।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীম হোসেন শিকদারের বলেন, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে করে সেনাবাহিনীর পোশাক পরিধান পরে মোজাম্মেল লাকসাম যাচ্ছিলেন। এ সময় দায়িত্বরত টিটি ও পুলিশ তার কাছে টিকিট দেখতে চাইলে নিজেকে সেনাবাহিনীর মেজর বলে পরিচয় দেন মোজাম্মেল। তখন ট্রেনে দায়িত্বরত পুলিশের সন্দেহ হলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে তাকে আটক করে। পরে ট্রেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসে পৌঁছালে তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এএটি