বরিশাল: বরিশালে খাদ্য নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা ও সাইলো পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুদমার।
সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ বরিশালের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে খাদ্য নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ ইসমাইল হোসেন এনডিসি, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাখাওয়াত হোসেন, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, রাজনৈতিক নেতারা।
এর আগে সকাল ১১টায় খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির নেতৃত্বে বরিশাল ৩০ গোডাউনে ৪৮ হাজার মেট্রিক টনের সাইলো নির্মাণ কাজ পরিদর্শক করেন অতিথিরা।
পরে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক মতবিনিময় অংশ নেন সেখানে অতিথিরা খাদ্য নিরাপত্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এমএস/এএটি