ঢাকা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৫ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
সোমবার (২৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বাংলানিউজকে এতথ্য জানিয়েছেন।
তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর উপকূল অতিক্রম করতে শুরু করে। উপকূলের ১৩ জেলায় আঘাত হানতে পারে বলে জানানো হয়েছে।
ঘূর্ণিঝড়ের কারণে রাজধানীতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো বাতাস বইছে।
বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এমআইএইচ/এমএইচএম