ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় সিত্রাং: সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করেছে ফায়ার সার্ভিস 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
ঘূর্ণিঝড় সিত্রাং: সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করেছে ফায়ার সার্ভিস 

ঢাকা: “ঘূর্ণিঝড় সিত্রাং” মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। কেন্দ্রীয়ভাবে খোলা হয়েছে “ঘূর্ণিঝড় সিত্রাং মনিটরিং সেল”।

আর ফায়ার সার্ভিসের উপকূলীয় এলাকার সকল ফায়ার স্টেশনকে স্ট্যান্ডবাই ডিউটি দেয়া হয়েছে।  

সোমবার (২৪ অক্টোবর) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান সিকদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, ঘূর্ণিঝড় সংক্রান্ত সাহায্যের জন্য উপ-পরিচালক কামাল উদ্দীন ভূঁইয়া’র নেতৃত্বে ফায়ার সার্ভিসের মনিটরিং সেল খোলা হয়েছে। ঘূর্ণিঝড় সংক্রান্ত সাহায্যের জন্য মনিটরিং সেলের নাম্বারগুলোতে যেকোনো সময় ফোন করা যাবে।

হটলাইন: ১৬১৬৩, টেলিফোন: ০২-২২৩৩৫৫৫৫৫, মোবাইল: ০১৭৩০-৩৩৬৬৯৯।  

এছাড়াও ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষসহ সকল বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নম্বরগুলোও সচল রয়েছে সকল তথ্য গ্রহণ করার জন্য।  

তিনি জানান, ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ১৩টি স্থানসহ এখন পর্যন্ত সারা দেশে প্রায় ৩০টি স্থানে ঝড়ে ভেঙে পড়া গাছ ফায়ার সার্ভিস কর্তৃক অপসারণ করা হয়েছে।  

এছাড়া বরিশাল সদর ফায়ার স্টেশন কর্তৃক একজন ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এসজেএ/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।