ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মাধবপুরে এক টন পলিথিন জব্দ, ছয় লাখ টাকা জরিমানা  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
মাধবপুরে এক টন পলিথিন জব্দ, ছয় লাখ টাকা জরিমানা
 

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ১ দশমিক ২ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।  

সোমবার (২৪ অক্টোবর) বিকেলে অধিদপ্তরটির সিলেটের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে তিনি ৬ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন।

অভিযানে রতন স্টোরকে ৮০ হাজার, জামাল স্টোর ৩৫ হাজার, গণেস্বর ভাণ্ডার ৩০ হাজার, শ্যামা স্টোর ৩৫ হাজার, দয়ামায়া স্টোর ৫০ হাজার, কৃষ্ণ চন্দ্র পাল ১ লাখ, ছোট্ট মিয়া স্টোর ৩০ হাজার, স্বরূপ ভাণ্ডার এক লাখ, হরিলাল স্টোর ৪৫ হাজার, কাজল চক্রবর্তী ৫০ হাজার ও ভাই ভাই স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-৯ উপ সহকারী পরিচালক নুরুল ইসলামের নেতৃত্বে সংস্থাটির একটি দল অভিযানে সহযোগিতা করেছে।
 
পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন জানান, ৫৫ মাইক্রনের নিচে পলিথিন বাজারজাত করা নিষেধ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ দশমিক ২ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।