ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিত্রাংয়ের প্রভাবে রাজধানীর যান চলাচল বিঘ্নিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
সিত্রাংয়ের প্রভাবে রাজধানীর যান চলাচল বিঘ্নিত

ঢাকা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের রাজধানীর অনেক স্থানে গাছ ভেঙ্গে রাস্তায় পড়েছে। আবার কোথাও কোথাও তৈরি হয়েছে জলাবদ্ধতা।

ফলে অনেক সড়কে যান চলাচল বিঘ্ন হওয়ায় সড়কে রয়েছে ধীরগতি। এর প্রভার পড়েছে রাজধানীর অন্যান্য সড়কেও।

অধিকাংশ স্থানেই স্থানীয়দের সহায়তায় পুলিশ, ট্রাফিক বিভাগ, ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন সড়কে ভেঙ্গে পড়া গাছ সরিয়ে নিচ্ছে। সড়কে জমে থাকা পানি অপসারণেরও কাজ চলছে।

কোথাও সড়কে যান চলাচল শুরু হলেও বিকেল নাগাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলে জানান সংশ্লিষ্টরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীর ৪৭ স্থানে গাছ পড়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনা আছে দুটি, আগুনের ঘটনা আছে ১৭টি। তবে কোন হাতাহতের খবর পাওয়া যায়নি। এখনো কয়েকটি স্থানে গাছ অপসারণের কাজ চলছে।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীর রমনা এলাকার ২৫ টি স্থানে, মতিঝিলের ২৪ টি স্থানে, গুলশানের ৩০ টি স্থানে, তেজগাঁওয়ের ৩০ টি স্থানসহ প্রায় ২০০ স্থানে গাছ ভেঙে পড়েছে। এরমধ্যে অনেক এলাকার সড়কের উপরেই গাছ ভেঙে পড়ায় যান চলাচল বিঘ্ন হয়েছে। তবে দ্রুতই স্থানীয়দের সহযোগিতায় ট্রাফিক পুলিশ সেগুলো অপসারণে কাজ শুরু করে।

যেগুলো পুলিশ সদস্যরা অপসারণ করতে পারছিলেন না তা সিটি করপোরেশন কর্তৃক অপসারণ করা হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ স্থানেই ভেঙে পড়া গাছ অপসারণ সম্ভব হয়েছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) সাহেদ আল মাসুদ বলেন, তেজগাঁও ট্রাফিক এরাকার অন্তত ৩০ স্থানে গাছ পড়েছে। রাতেই অনেক স্থানে গাছ অপসারণ করা হয়েছে। সকালে মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, শ্যামলী, আদাবর, তাজমহল রোড, আগারগাঁওসহ বেশি কিছু সড়কে পড়ে থাকা গাছ ও ডালপালা অপসারণ করা হয়। তবে জলাবদ্ধতার কারণে সোনারগাঁ রুটে যান চলাচল বিঘ্নিত রয়েছে।

এরমধ্যে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে ডিএমপি ট্রাফিক উত্তরা বিভাগ জানায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রভাবে প্রবল বৃষ্টিপাত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন অংশে বড় বড় গর্তের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে । এতে খিলক্ষেত উত্তরা হয়ে গাজীপুরমুখী যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া এ সড়ক ব্যবহার না করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
পিএম/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।