ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুর-ঢাকা লঞ্চ চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
চাঁদপুর-ঢাকা লঞ্চ চলাচল শুরু

চাঁদপুর: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে চাঁদপুর-ঢাকা বন্ধ থাকা লঞ্চগুলো চলাচল শুরু করেছে। তবে ঘাটে তুলনামূলক যাত্রী সংখ্যা কম।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

এর আগে ঘূর্ণিঝড়ের কারণে সোমবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়ণগঞ্জের মধ্যে সব ধরণের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহাদাত হোসাইন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চাঁদপুরও ঝুঁকিপূর্ণ জেলার আওতায় ছিল। ৩ নম্বর নৌ সংকেত ছিল আমাদের বন্দরে। আজকে তা নামিয়ে ১ নম্বর নৌ সংকেত দেখাতে বলা হয়েছে। যার ফলে আমরা চাঁদপুর-ঢাকার মধ্যে লঞ্চ চলাচল করার জন্য অনুমতি দিয়েছি। তবে পরিস্থিতি দেখে ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যে ছোট লঞ্চগুলো চলাচল শুরু হবে।

এদিকে লঞ্চঘাটে গিয়ে দেখা গেছে মাত্র দুটি লঞ্চঘাটে রয়েছে। একটি হচ্ছে এমভি রফ রফ-২ এবং অপরটি হচ্ছে এমভি ইমাম হাসান। দুপুর ১২টায় গতকাল থেকে আটকা পড়া যাত্রীদের নিয়ে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে চাঁদপুর লঞ্চঘাট ছেড়ে যায়। কিন্তু সদরঘাট থেকে কোন লঞ্চ চাঁদপুরে এসে পৌঁছায়নি।

বিআইডাব্লিউটিএ চাঁদপুর লঞ্চঘাটে কর্মরত ট্রাফিক পরিদর্শক শাহ্ আলম বাংলানিউজকে বলেন, গতকাল থেকে লঞ্চ বন্ধ থাকায় সিডিউল ঠিক থাকবে না। কারণ যাত্রী সংখ্যা কম। অনেক লঞ্চ নিরাপদে নিয়ে রাখা হয়েছে। যাত্রী সংখ্যা বাড়লে পর্যায়ক্রমে সিডিউ ঠিক হবে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।