ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আশ্রয়কেন্দ্রে যেতে হয়নি আশ্রয়ণের ঘর পাওয়া ৪ লাখ মানুষকে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
আশ্রয়কেন্দ্রে যেতে হয়নি আশ্রয়ণের ঘর পাওয়া ৪ লাখ মানুষকে

ঢাকা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডব থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে যেতে হয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পে দুর্যোগ সহনীয় ঘর পাওয়া উপকূলীয় ১৯ জেলার প্রায় ৪ লাখ মানুষকে।

সর্বশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডব থেকে বাঁচতে ১৯ উপকূলীয় জেলায় ২ লাখ ১৯ হাজার ৬৯০ জন মানুষ এবং ৪৫ হাজার ৪৪২টি গবাদি পশু আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করে।

মোট ৭ হাজার ৪৯০টি আশ্রয়কেন্দ্রে ধারণ ক্ষমতা ছিল ৪২ লাখ ৭৪ হাজার।

প্রধানমন্ত্রীর কার্যাালয় জানায়, গত ২ বছরে উপকূলীয় ১৯ জেলায় ৬১ হাজার ৩৭৮টি ভূমিহীন—গৃহহীন পরিবারকে দুর্যোগ সহনীয় ঘর প্রদান করা হয়। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় এসব ঘর পাওয়া প্রায় ৪ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয়নি।

আশ্রয়ণের ঘরগুলো দুর্যোগ সহনীয় ঘর হওয়ায় কোনো ঘরের তেমন ক্ষতির সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাওয়ায় তাদের দুর্যোগ ঝুঁকি হ্রাস পেয়েছে। দুর্যগের সময় মানুষ, গবাদী পশু ও জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এমইউএম/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।