ঢাকা: যুক্তরাজ্যের কমনওয়েলথ, জাতিসংঘ ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ব্রিটেন। দেশটিতে সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক শেষে টুইট বার্তায় এ তথ্য জানান তিনি।
সোমবার (২৪ অক্টোবর) যুক্তরাজ্যে লর্ড তারিক আহমেদ ও শাহরিয়ার আলমের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে টুইটারে লর্ড তারিক আহমেদ জানান, ব্রিটেন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হয়েছে। এমন সময়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ ও আলাপ স্মরণীয় হয়ে থাকবে।
আমরা উভয়েই দুই দেশের জনগণের মধ্যে গভীর সম্পর্ক, প্রতিরক্ষা ও নিরাপত্তা ইস্যুতে আমাদের মধ্যে ভাগ করে নেওয়া এজেন্ডাগুলো নিয়ে আলোচনা করেছি।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
টিআর/এজে