খুলনা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে খুলনায় গাছপালা, কাঁচা বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল।
ভেসে মৎস্য ঘেরের মাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষেতের ফসল। জেলার বিভিন্ন উপজেলায় উপড়ে পড়েছে বিপুল সংখ্যক গাছ। সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভারি বর্ষণ ও ঝড়ে এসব ক্ষয়ক্ষতি হয়েছে।
জেলার বিভিন্ন উপজেলায় মোট ১ হাজার ৬০০টি ঘর ভেঙেছে। এই ঘরগুলো আংশিক ক্ষতি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রণজিৎ কুমার সরকার।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এমআরএম/এজে