কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পে মোহাম্মদ সালাম (৩৭) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে কুতুপালং ২ নম্বর ক্যাম্পের সি ব্লকে ১০ জনের মুখোশধারী ব্যক্তি ওই যুবককে গুলি করে হত্যা করে বলে জানিয়েছেন, ১৪ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ।
মোহাম্মদ সালাম (৩৭) ওই ক্যাম্পের বাসিন্দা।
১৪ এপিবিএন এর অধিনায়ক জানান, মুখোশধারী দুর্বৃত্তরা কি কারণে এ যুবককে হত্যা করে নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। একই সঙ্গে জড়িতদের ধরতে বিশেষ অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এসবি/এনএইচআর