লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের দালালবাজারে একটি হার্ডওয়্যারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে দোকানের মালিক মাঈন উদ্দিন এবং কর্মচারী নাঈম আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে দালাল বাজারের মোস্তাক মার্কেটের আমানত হার্ডওয়্যার অ্যান্ড স্যানেটারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকানে জ্বালানো মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
হ্যার্ডওয়্যার দোকানটিতে রং, স্পিডসহ বিভিন্ন দাহ্য পদার্থ ছিল বলে জানায় স্থানীয়রা।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সদর স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বাংলানিউজকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত সাড়ে ৭টার দিকে আগুন লাগে। ৭টা ৪০ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে আগুন নেভাতে গিয়ে দোকান মালিক ও একজন কর্মচারী আহত হয়েছেন। মোমবাতি থেকে লাগা আগুনে লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
আরএ