ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পাংশায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
পাংশায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলায় ফজল শেখ (৩৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
 
সোমবার (২৪ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন।


 
নিহত ফজল শেখ কুষ্টিয়ার খোকসার আমবাড়িয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের মৃত চৌধুরী শেখের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল কুদ্দুস জানান, সোমবার (২৪ অক্টোবর) দিনগত রাতে বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামের শামছুলের বাড়িতে তাকে আটক করে গণপিটুনি দেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা এসে তাকে উদ্ধার করে পাংশার একটি ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ফজল শেখ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের শরীরে কোপের ও পায়ের ও হাতের রগকাটার চিহ্ন আছে। এ ব্যাপারে তার স্বজনরা থানায় এসে অভিযোগ দায়ের করেছেন। তবে এখনও মামলা দায়ের হয়নি।
 
হত্যাকাণ্ডের খবরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, মঙ্গলবার সকালে পুলিশ জানতে পারে মেঘনা গ্রামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পুলিশ নিশ্চিত না এটা গণপিটুনিতে হত্যা, না অন্য কোনো কারণ আছে। এ বিষয়ে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান আছে।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।