ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে হালিমা আক্তার (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে খিলগাঁও মেরাদিয়া হিন্দু পাড়া ১০৩/ক নম্বর বাড়ি থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, ভোর সংবাদ পেয়ে ওই বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
হালিমার ভাই সাইফুল ইসলাম জানান, তাদের বাবা শাহজাহান মিয়া পেশায় ভাঙ্গারি ব্যবসায়ী। হালিমা কিছুই করতো না। রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। ভোরে উঠে দেখতে পান, হালিমা ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। তখন তারা থানায় খবর দেন। কী কারণে সে এমন ঘটনা ঘটিয়েছেন তা পরিবারের কেউ জানাতে পারেনি।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এজেডএস/এএটি