ঢাকা: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, চীন মুসলিমবিরোধী কোনো দেশ নয়। মুসলিমদের নিয়ে চীনের কোনো ধরনের নেতিবাচক অবস্থানও নেই।
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) ‘ডিকাব টক’ নামে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উইগুর মুসলিমদের নিয়ে চীন সরকারের অবস্থান জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, চীনে ২৫ মিলিয়ন মুসলিম রয়েছে। এর মধ্যে ১২ মিলিয়ন মুসলিম রয়েছে উইগুরে। তাদের নিয়ে পশ্চিমারা অপপ্রচার চালাচ্ছে। পশ্চিমা মিডিয়া মিথ্যা সংবাদ ছড়াচ্ছে। বাংলাদেশ যেমন সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে, চীনও একই অবস্থানে। আমরাও যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে।
তিনি আরও বলেন, ২০১৪ সালে কুনমিং রেল স্টেশনে চার উইগুর মুসলিম সন্ত্রাসীর ছুরিকাঘাতে ৩১ জন নাগরিক নিহত হন। এটাকে আপনারা যদি সন্ত্রাসী হামলা না বলেন, তাহলে সন্ত্রাসী হামলা কোনটি?
উল্লেখ্য, চীনের বিভিন্ন প্রদেশে মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ আছে। বিশেষ করে উইগুর মুসলিমদের ওপর চীনের রাষ্ট্রীয় নির্যাতনের খবর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়। এ নিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থা বারবার উদ্বেগ প্রকাশ করেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাব প্রেসিডেন্ট রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
টিআর/এজে